হাদীসে বর্ণিত ফুরাত নদীর স্বর্ণের খনি
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩১৩
"অচিরেই ফুরাত নদী স্বর্ণের খনি উন্মুক্ত করবে। অতএব যে কেউ সেখানে উপস্থিত থাকবে সে যেন তা হতে কিছুই গ্রহণ না করে।"
- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)
হাদিসের মান: সহিহ হাদিস
বর্ণনাকারী: আবূ হুরাইরাহ (রাঃ)
হাদিস
এই হাদিস থেকে শিক্ষা: আল্লাহর রাসূল (সা.)-এর সতর্কবার্তা মেনে চলা প্রতিটি মুমিনের কর্তব্য
0 Comments