৪৪-৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নোত্তর
১. সুনামির কারণ হলো-
সঠিক উত্তর: খ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প — সুনামি প্রধানত সমুদ্রতলের ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়।
২. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
সঠিক উত্তর: ক. প্যাথজেনিক — রোগ সৃষ্টিকারী অণুজীবকে প্যাথোজেন (Pathogen) বলে।
৩. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?
সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সবকয়টি — শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য স্বীকৃতি, স্নেহ ও সাফল্য সবই প্রয়োজন।
৪. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
সঠিক উত্তর: ক. ট্রিপসিন — ট্রিপসিন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং আমিষ হজমে সাহায্য করে।
৫. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
সঠিক উত্তর: গ. ০.৯৩% — বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ প্রায় ০.৯৩% (সঠিক মান ০.৯৩% হওয়া উচিত ছিল অপশনে)।
৬. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
সঠিক উত্তর: ঘ. প্লীহাতে — প্লীহা (Spleen) রক্তের লোহিত কণিকা সঞ্চয় করে এবং প্রয়োজন অনুযায়ী মুক্ত করে।
৭. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
সঠিক উত্তর: গ. ডায়নামো — ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
৮. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
সঠিক উত্তর: ক. স্নায়ুতন্ত্রের — মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ।
৯. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
সঠিক উত্তর: খ. নিউমোনিয়া — নিউমোনিয়া প্রধানত ব্যাকটেরিয়া (Streptococcus pneumoniae) দ্বারা হয়, ভাইরাস দ্বারা নয়।
১০. প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে-
সঠিক উত্তর: ক. জুওলজি — প্রাণিজগতের অধ্যয়নকে জুওলজি (Zoology) বলে।
১১. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
সঠিক উত্তর: ক. ডিজেল — ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড নির্গত হয় কারণ এতে সালফার থাকে।
১২. মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
সঠিক উত্তর: গ. তড়িৎশক্তি — মোবাইল ফোনে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করা হয়।
১৩. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
সঠিক উত্তর: খ. গামা রশ্মি — গামা রশ্মি অত্যন্ত প্রবেশক্ষম এবং জীবকোষের জন্য অত্যন্ত ক্ষতিকর।
১৪. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
সঠিক উত্তর: খ. হলুদ — হলুদ রং সবচেয়ে দৃশ্যমান রং, তাই ট্রাফিক সাইন এবং এম্বুলেন্সে ব্যবহৃত হয়।
১৫. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
সঠিক উত্তর: গ. আইসোটোপ — ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-৬০ আইসোটোপ থেকে গামা রশ্মি ব্যবহার করা হয়।
0 Comments