Advertisement

Responsive Advertisement

আল্লাহর ক্ষমা ও রহমতের মহান বাণী সূরা আয-যুমার, আয়াত: ৫৩

আল্লাহর ক্ষমা ও রহমতের মহান বাণী

সূরা আয-যুমার, আয়াত: ৫৩

কুরআনের আয়াত

"বল, 'হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু'।"

- সূরা আয-যুমার (৩৯:৫৩)

📖 তাফসীরের আলো:

এই আয়াতে আল্লাহ তাআলা তাঁর সমস্ত বান্দাকে বিশেষভাবে সম্বোধন করেছেন। যারা পাপ করে ফেলেছে, নিজেদের উপর জুলুম করেছে, তাদেরকেও আল্লাহ রহমত থেকে নিরাশ না হতে বলেছেন। এটা আল্লাহর অসীম দয়া ও ক্ষমার মহান ঘোষণা।



আল-যুমার আয়াত ৫৩

আল্লাহর এই মহান রহমত লাভ করতে তাওবা ও ইস্তিগফার করুন

Post a Comment

0 Comments